ইতিহাসের প্রশ্নোত্তর
১) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ঋকবেদ।
২) প্যারিসে বন্দেমাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন?
উত্তর: মাদাম কামা।
৩) মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লালা হরদয়াল।
৪) সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উত্তর: হরি সেন।
৫) ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।
৬) বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপাল এর বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্ত নেতা কে ছিলেন?
উত্তর: দিব্য।
৭) ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন?
উত্তর: রাসবিহারী বসু।
৮) ১৯১৯ সালের আইন কি নামে পরিচিত ছিল?
উত্তর: রাওলাট অ্যাক্ট।
৯) গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবিদৌহিত্র নামে পরিচিত ছিলেন?
উত্তর: সমুদ্র গুপ্ত।
১০) 'খলিমপুর তাম্রপট' পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে?
উত্তর: ধর্মপাল।
১১) ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণনা করা হয়?
উত্তর: সিপাহী বিদ্রোহ।
১২) কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতা দাবি প্রথম উত্থাপিত হয়?
উত্তর: লাহোর।
১৩) 'তারিখ-ই-ফিরুজশাহী' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: জিয়াউদ্দিন বারনী।
১৪) দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধনী তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক?
উত্তর: ভগৎ সিং।
১৫) ১৯০৬ সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদলের কে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর: আগা খান।
১৬) টোডারমল কে ছিলেন?
উত্তর: আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ।
১৭) মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি?
উত্তর: মজুর মহাজন।
১৮) নাসির উদ্দিন চিরাগ কে ছিলেন?
উত্তর: একজন সুফি সন্ত।
১৯) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ব্যারিস্টার প্রমথনাথ মিত্র।
২০) দিল্লি সুলতানীর শেষ শাসক কে ছিলেন?
উত্তর: ইব্রাহিম লোদী।
২১) আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়?
উত্তর: সিঙ্গাপুর।
২২) খানুয়ার যুদ্ধে বাবরের প্রথম প্রতিপক্ষ কে ছিলেন?
উত্তর: রানা সংগ।
২৩) নীল বিদ্রোহ নিয়ে কোন পত্রিকায় আলোকপাত করা হতো?
উত্তর: হিন্দু পেট্রিয়য়েট।
২৪) জাহাঙ্গীরের রাজসভায় প্রথম কে এসেছিলেন?
উত্তর: উইলিয়াম হকিংস।
২৫) স্বরাজ আমাদের জন্মগত অধিকার - কে বলেছিলেন?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
২৬) কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন?
উত্তর: শাহজাহান।
২৭) কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন?
উত্তর: মোহাম্মদ শাহ।
২৮) খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন?
উত্তর: খান আব্দুল গফফার খান।
২৯) বাংলা শাসক হিসেবে মুর্শিদকুলি খানের উত্তরসুরি কে?
উত্তর : সুজাউদ্দিন।
৩০) প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেছিলেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি।
৩১) স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন?
উত্তর: লিয়াকত আলি খান।
৩২) ভারতের ইতিহাসে ১৭৬১ সাল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পর্যুতস্ত হল।
৩৩) কে বলেছিলেন 'আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে'?
উত্তর: গোপালকৃষ্ণ গোখলে।
৩৪) কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ এর প্রস্তাব গ্রহণ করে?
উত্তর: ১৯২৯ সালে।
৩৫) ১৯৪০-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়?
উত্তর: লাহোর।
৩৬) ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে?
উত্তর: ১৮৫০ সালে।
৩৭) কোন হিন্দু শাস্ত্র আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন?
উত্তর: মনুস্মৃতি।
৩৮) আইহোল প্রশস্তি কে রচনা করেন?
উত্তর: রবিকীর্তি।
৩৯) ১৯৩৮ সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে?
উত্তর: জওহরলাল নেহরু।
৪০) কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়?
উত্তর: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ।
৪১) বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়?
উত্তর: ১৯৪৬ সালে।
৪২) বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে?
উত্তর: মহেঞ্জোদারো।
৪৩) ১৯৪২ এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়?
উত্তর: তমলুক।
৪৪) সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের একজন সদস্যের নাম?
উত্তর: লক্ষ্মী সেহগল।
৪৫) যুক্তসার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন?
উত্তর: এইচ এস সুরাওয়ার্দি।
৪৬) কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রিডম'?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।
৪৭) ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন?
উত্তর: পাঞ্জাব।
৪৮) ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে?
উত্তর: ১৫ ই আগস্ট ১৯৪৭।
৪৯) বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: খ্রিস্টপূর্ব ৫৬৩।
৫০) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: চক্রবতী গোপালাচারী।
إرسال تعليق