ইতিহাসের প্রশ্নোত্তর 

১) ইকতা কথার প্রবর্তন কে করেন?
উত্তর: শামসাউদ্দিন ইলতুৎমিশ।
২) বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর: সুলতান সিকান্দার শাহ।
৩) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি?
উত্তর: সমাচার দর্পণ।
৪) স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯২৩ সালে।
৫) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।
৬) হুমায়ুননামা কার রচনা?
উত্তর: গুলবদন বেগম।
৭) তিতুমীর কে ছিলেন?
উত্তর: ওয়াহাবি আন্দোলনের নেতা।
৮) কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন?
উত্তর: শেরশাহ।
৯) স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখ?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
১০) স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম লেখ?
উত্তর: বর্তমান ভারত।
১১) মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন?
উত্তর: ঔরঙ্গজেব।
১২) ডান্ডি অভিযান কবে হয়?
উত্তর: ১২ই মার্চ ১৯৩০।
১৩) কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর: আলাউদ্দিন খিলজী।
১৪) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: আব্দুল গফ্ফার খান।
১৫) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নবগোপাল মিত্র।
১৬) ভারত সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
১৭) সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন?
উত্তর: রাখালদাস ব্যানার্জি।
১৮) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেন?
উত্তর: র‍্যামসে ম্যাকডোনাল্ড।
১৯) সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল?
উত্তর: লোহা।
২০) কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৬ সালে।
২১) কেশরীর সম্পাদক কে ছিলেন?
উত্তর: বালগঙ্গাধর তিলক।
২২) বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়?
উত্তর: ১৫০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ।
২৩) ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি?
উত্তর: ৮ ই আগস্ট ১৯৪২।
২৪) আর্য শব্দের অর্থ কি?
উত্তর: কৃষিজীবী।
২৫) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়?
উত্তর: ১৯৪২।
২৬) প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন?
উত্তর: ২৪।
২৭) ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে?
উত্তর: পালি।
২৮) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম লেখ?
উত্তর: অ্যানি বেসান্ত।
২৯) সর্বশেষ তীর্থঙ্করের নাম কি?
উত্তর: মহাবীর।
৩০) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল?
উত্তর: ১৩ই এপ্রিল ১৯১৯।
৩১) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মহাপদ্মনন্দ।
৩২) প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন?
উত্তর: বিন্দুসার।
৩৩) গদর পার্টি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আমেরিকা 1913।
৩৪) কে শকাব্দ প্রচলন করেন?
উত্তর: কনিষ্ক।
৩৫) বুদ্ধচরিত কার দ্বারা রচিত?
উত্তর: অশ্ব ঘোষ।
৩৬) কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ?
উত্তর: দাদাভাই ন‌ওরোজি।
৩৭) মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে?
উত্তর: কুষান যুগে।
৩৮) করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
৩৯) গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: শ্রী গুপ্ত।
৪০) ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু।
৪১) কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত?
উত্তর: সমুদ্রগুপ্ত।
৪২) ভারতের লৌহ মানব কাকে বলা হত?
উত্তর: সরদার বল্লভভাই প্যাটেল।
৪৩) শশাঙ্কর রাজধানী কোথায় ছিল?
উত্তর: কর্নসুবর্ণ।
৪৪) কবে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন?
উত্তর: ১২০৩ ।
৪৫) দিব্য জীবনের লেখক কে?
উত্তর: অরবিন্দ ঘোষ।
৪৬) কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়?
উত্তর: লর্ড ক্যানিং।
৪৭) ভারতের নুতন সংবিধান কবে গৃহীত হয়েছিল?
উত্তর: ২৬ নভেম্বর ১৯৪৯।
৪৮) কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন?
উত্তর: রয়েল টাইটেল আইন, 1876।
৪৯) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: লালা শাজপত রায়।
৫০) খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল?
উত্তর: মোহাম্মদ আলী ও সৌকত আলী, আবুল কালাম আজাদ। 


Post a Comment

أحدث أقدم