ইতিহাসের প্রশ্নোত্তর 

১) আমির খসরু কার সভাকবি ছিলেন?
উত্তর: আলাউদ্দিন খলজী।
২) বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন?
উত্তর: ধর্মপাল।
৩) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আলাউদ্দিন বাহমান শাহ।
৪) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন?
উত্তর: সেলুকাস।
৫) বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজ উদ দৌলা।
৬) সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ।
৭) রাওলাট আইন কোন সালে পাস হয়?
উত্তর: ১৯১৯ সালে।
৮) ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা কে?
উত্তর: বিপিনচন্দ্র পাল।
৯) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: সরোজিনী নাইডু।
১০) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ডিরোজিও।
১১) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন?
উত্তর: রাসবিহারী বসু।
১২) আমেরিকা গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হরদয়াল।
১৩) ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন?
উত্তর: গুরুসদয় দত্ত।
১৪) সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
উত্তর: আব্দুল গাফফার খান।
১৫) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন?
উত্তর: রাসবিহারী বসু।
১৬) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল?
উত্তর: লাহোর।
১৭) শূলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন?
উত্তর: সেন যুগ।
১৮) সিরাজ দৌলার বিরুদ্ধে একজন ষড়যন্ত্রকারীর নাম বলো?
উত্তর: ঘসেটি বেগম।
১৯) ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
২০) দিল্লির কেন্দ্রীয় আইনসভা বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন?
উত্তর: বটুকেশর দত্ত।
২১); চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন?
উত্তর: সূর্য সেন।
২২) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?
উত্তর: ১৯২৯ সালে।
২৩) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
২৪) গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন?
উত্তর: গুরু অঙ্গদ।
২৫) ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল?
উত্তর: বাংলায়।
২৬) কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়?
উত্তর: লর্ড আমহার্স্ট।
২৭) কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়?
উত্তর: ১৮৫৭ সালে।
২৮) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
উত্তর: হরিসেন।
২৯) শকাব্দের প্রচলন কে করেছিলেন?
উত্তর: কনিষ্ক।
৩০) কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন?
উত্তর: হরিশ মুখার্জি।
৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়, কে লিখেছিলেন?
উত্তর: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৩২) আগামী ৫০ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা - কে বলেছিলেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ
৩৩) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপনা করেছিলেন?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৩৪) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: বারীন্দ্র ঘোষ।
৩৫) বাংলার ঘরে যত ভাই বোন এক হউক হে ভগবান - কে বলেছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৬) ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নবাব সলিমুল্লাহ।
৩৭) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উত্তর: রামমোহন রায়।
৩৮) বন্দেমাতরম কে রচনা করেছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৯) ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ভ হিসেবে দেখতে চেয়েছিলেন?
উত্তর: এ ও হিউম।
৪০) জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নবগোপাল মিত্র।
৪১) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সতীশ চন্দ্র বসু।
৪২) উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন?
উত্তর: সৈয়দ আহমদ খান।
৪৩) আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
৪৪) বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: পুলিন দাস।
৪৫) চিরস্থায়ী ব্যবস্থা কোন ব্যবস্থার বৈশিষ্ট্য?
উত্তর: জমিদারি ব্যবস্থা।
৪৬) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিকল্পনা কৌশল এর গ্রহনের সঙ্গে কার নাম যুক্ত?
উত্তর: মহলানবিশ মডেল।
৪৭) হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়?
উত্তর: আমির খসরু।
৪৮) একজন বিপ্লবী নাম কর যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?
উত্তর: বিনয় বসু।
৪৯) তরাইনের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল?
উত্তর: মোহাম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান।
৫০) মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন?
উত্তর: লর্ড লিটন।


Post a Comment

أحدث أقدم