ইতিহাসের প্রশ্নোত্তর

১) ওরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? 
উত্তর: গুরু তেজ বাহাদুর।
২) সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? 
উত্তর: ১৯৩৬ সালে। 
৩) কিসের জন্য গান্ধীজী চম্পারন আন্দোলন করেছিলেন? 
উত্তর: নীল চাষিদের শোষনের বিরুদ্ধে। 
৪) লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল? 
উত্তর: পুর্ন স্বরাজ। 
৫) আকবরনামা কে লিখেছিলেন? 
উত্তর: আবুল ফজল। 
৬) মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়?
উত্তর: নানা ফড়নবিস। 
৭) হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? 
উত্তর: আকবর। 
৮) মুজাফফরপুর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? 
উত্তর: প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু। 
৯) মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলেন কোন সালে? 
উত্তর: ১৯৪০ সালে। 
১০) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? 
উত্তর: ডক্টর বি আর আম্বেদকর। 
১১) "আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি" কে বলেছিলেন? 
উত্তর: লর্ড কার্জন। 
১২) ১৯২৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? 
উত্তর: সরোজিনী নাইডু। 
১৩) শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? 
উত্তর: গোবিন্দ সিং। 
১৪) কাশ্মীরের আকবর কাকে বলা হয়? 
উত্তর: জয়ন-উল-আবিদিন। 
১৫) মন্টেগু চেমসফোর্ড সংস্কারে কি সুপারিশ করা হয়েছিল? 
উত্তর: ভারতীয়দের অংশ গ্রহণ। 
১৬) কোন সালে তিলক "কর দেব না" অভিযান করেছিলেন? 
উত্তর: ১৮৯৬ সালে। 
১৭) সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: গান্ধীজী। 
১৮) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? 
উত্তর: উমেশ চন্দ্র ব্যানার্জি। 
১৯) হিন্দুস্থানের তোতাপাখি কে?
উত্তর: আমির খসরু। 
২০) ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন? 
উত্তর: ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খলজী। 
২১) কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? 
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল। 
২২) কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন?
উত্তর: চৈতন্য।
২৩) মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন "জিন্দা পীর"?
উত্তর: ঔরঙ্গজেব।
২৪) স্বরাজ্য দলের উদ্দেশ্য কি ছিল? 
উত্তর: আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা। 
২৫) ভারত সভার প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 
২৬) বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন? 
উত্তর: ইলিয়াস শাহ। 
২৭) কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন? 
উত্তর: লর্ড রিপন। 
২৮) শকাব্দ কোন বছর শুরু হয়? 
উত্তর: ৭৮ খ্রিষ্টাব্দ। 
২৯) গান্ধীজীর কাছে অহিংসা কি ছিল? 
উত্তর: একমাত্র মাধ্যম। 
৩০) মারাঠা পেশোয়াদের মধ্যে কে "হিন্দু পাদ পাদশাহী"র আদর্শ অনুসরণ করেছিলেন? 
উত্তর: প্রথম বাজিরাও। 
৩১) ব্রাহ্ম সভার প্রথম সচিব কে ছিলেন? 
উত্তর: তারাচাঁদ চক্রবর্তী। 
৩২) অ্যাংলো মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: সৈয়দ আহমদ খান। 
৩৩) ইলিয়ট তাকে "সুলতানি আমলের আকবর" বলেছিলেন? 
উত্তর: ইলতুৎমিস। 
৩৪) ১৯৭৮ সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? 
উত্তর: লর্ড রিপন। 
৩৫) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? 
উত্তর: সুভাষচন্দ্র। 
৩৬) ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? 
উত্তর: বাংলা। 
৩৭) অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? 
উত্তর: ২০ ফেব্রুয়ারি ১৯২২। 
৩৮) সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? 
উত্তর: ইলতুৎমিস।
৩৯) শিখ ধর্মের প্রবর্তক কে? 
উত্তর: নানক। 
৪০) নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন? 
উত্তর: হেনরি ভিভিয়ান ডিরোজিও। 
৪১) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় শৈল বাহিনী গঠন কে করেছিলেন? 
উত্তর: সুভাষচন্দ্র। 
৪২) বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: উইলিয়াম জোনস। 
৪৩) কে বলেছিলেন "স্বরাজ আমার জন্মগত অধিকার"? 
উত্তর: বাল গঙ্গাধর তিলক। 
৪৪) শেরশাহের সেনাপতি কে ছিলেন? 
উত্তর: ব্রহ্মজিৎ গৌর। 
৪৫) ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন? 
উত্তর: কুষাণ।
৪৬) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 
উত্তর: লর্ড ডাফরিন। 
৪৭) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? 
উত্তর: দ্বিতীয় শাহ আলম। 
৪৮) রামচরিত কার রচনা? 
উত্তর: সন্ধ্যাকর নন্দী। 
৪৯) কনৌজে ১৫৪০ খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিল?
উত্তর: হুমায়ুন। 
৫০) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: লর্ড ক্যানিং।


Post a Comment

أحدث أقدم