সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর 

১) মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? উত্তর: ৩১ জোড়া।  ২) বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয়?  উত্তর: সিলিকন।  ৩) কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে?  উত্তর: ইউরিয়া।  ৪) ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন?  উত্তর: বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। ৫) তারাদের ঝিকিমিকি করার কারণ কি?  উত্তর: এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। ৬) দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি কি? উত্তর: ক্ষারীয়। ৭) পিতল কিসের মিশ্রণ?  উত্তর: তামা ও দস্তা।  ৮) ECG কি লিপিবদ্ধ করে?  উত্তর: হার্টবিট (হৃদস্পন্দন) এর হার।  ৯) বায়ো গ্যাসের উপাদান গুলি কি কি?  উত্তর: কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন।  ১০) শব্দ দূষণ হয় শব্দের মাত্রা কত বেশি হলে?  উত্তর: ৮০ থেকে ৯৯ বেসিবলের বেশি হলে। ১১) কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কেন?  উত্তর: বেশি ফ্যাট সঞ্চয় করে। ১২) চৌম্বক মেরুতে বিনতি কোণ কত?  উত্তর: ৯০ ডিগ্রী। ১৩) কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না?  উত্তর: লোহা ও ভিটামিন সি।  ১৪) ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?  উত্তর: পোমোলজি।  ১৫) অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়?  উত্তর: অ্যাসবেসটস। ১৬) স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?  উত্তর: টলুইন।  ১৭) মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি?  উত্তর: গ্লোবাল সিস্টেম ফর মোবাইল।  ১৮) স্পঞ্জ কি? উত্তর: জীবদেহ। ১৯) খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়?  উত্তর: দুর্বল দাঁত।  ২০) ফটোগ্রাফি ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?  উত্তর: সিলভার ব্রোমাইড।  ২১) জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর: উগান্ডা।  ২২) কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? উত্তর: শীতকালে।  ২৩) ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়?  উত্তর: অতিক্রান্ত দূরত্ব।  ২৪) কিলোওয়াট/ঘন্টা কিসের একক?  উত্তর: শক্তি।  ২৫) মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি?  উত্তর: লিভার।  ২৬) ভারী জল কি?  উত্তর: হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল।  ২৭) বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে?  উত্তর: নিউটন।  ২৮) এসএলভি এর পূর্ণরূপ কি?  উত্তর: স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। ২৯) রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে?  উত্তর: আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।  ৩০) ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে?  উত্তর: লিউওয়েনহক। ৩১) ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত?  উত্তর: ৪০%।  ৩২) এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি?  উত্তর: কেলভিন।  ৩৩) ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়?  উত্তর: ইথিলিন। ৩৪) তেজস্ক্রিয়তার এস আই একক কি?  উত্তর: বেকারেল। ৩৫) কিডনির পরিস্রাবণ ইউনিটকে কি বলে?  উত্তর: নেফ্রন। ৩৬) শর্ট সার্কিট বা ওভার লোডিং থেকে গৃহ সরঞ্জাম গুলি রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি কি?  উত্তর: ফিউজ ব্যবহার করা।  ৩৭) উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি কি? উত্তর: ইনডোল অ্যাসিটিক অ্যাসিড।  ৩৮) একটি গ্যাসের বাস্তব ঘনত্ব ৩২ হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে?  উত্তর: ৬৪।  ৩৯) মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়?  উত্তর: অ্যামাইলেজ।  ৪০) ডেঙ্গু রোগের জীবাণু কে বহন করে?  উত্তর: ঈডিশ মশা।  ৪১) পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?  উত্তর: প্লাস্টিক ব্যাগ।  ৪২) পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়?  উত্তর: ফার্মি।  ৪৩) গ্রাফাইট, কার্বন এবং হীরা কি?  উত্তর: অ্যালোট্রোপ। ৪৪) শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? উত্তর: কঠিন পদার্থে। ৪৫) তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়?  উত্তর: জীবাশ্ম।  ৪৬) জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? উত্তর: কার্বন ডাই অক্সাইড।  ৪৭) কে অক্সিজেন অন্যকে আবদ্ধ করতে পারে?  উত্তর: লাল রক্ত কণিকা।  ৪৮) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?  উত্তর: হেনরি বেকারেল। ৪৯) হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়?  উত্তর: পারমানবিক সংযোজন বিক্রিয়া।  ৫০) পানীয় জলের ফ্লুরাইডের আধিক্যের ফলে কি রোগ হয়?  উত্তর: ফ্লুরোসিস।

Post a Comment

أحدث أقدم