বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর 

১) ফ্লাজেলার প্রধান সাইটোস্কেলিটাল প্রোটিন কি? 
উত্তর: অ্যাক্টিন।
২) ফোরামেন অব প্যানিজা কাদের হৃৎপিণ্ডে দেখা যায়? 
উত্তর: ক্রোকোডাইলস।
৩) টোটিপোটেন্সি কি? 
উত্তর: পরিণত জীবের একটি কোষের যে কোন কোষে পরিবর্তনের ক্ষমতা। 
৪) বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? 
উত্তর: একটি পরিবেশে কোন একটি প্রজাতির মোট জীবনধারণ ক্ষমতা। 
৫) উড়ুক্কু পতঙ্গের ডানাগুলি যুক্ত থাকে কার সাথে? 
উত্তর: দ্বিতীয় ও তৃতীয় বক্ষখন্ডে।
৬) ইম্যুনোলজিক্যাল পরিহার বলতে কী বোঝেন? 
উত্তর: পরজীবী দ্বারা ইম্যুনিটি পরিহার। 
৭) প্যানক্রিয়াসের আইলেটস অব ল্যাঙ্গারহানস এ সংশ্লেষিত ইন্সুলিন ও গ্লুকাগন তাদের লক্ষ্য কোষগুলিতে কার মাধ্যমে পৌঁছায়? 
উত্তর: রক্ত। 
৮) যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেসের তাপমাত্রার তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে কি বলে? 
উত্তর: পয়কিলোথার্ম। 
৯) বাসক পাতার নির্যাস কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়? 
উত্তর: সর্দি ও কাশি। 
১০) কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? 
উত্তর: অর্জুন। 
১১) 'দারুন অগ্নিবাণে রে' গানটি কোন ঋতুর পরিচায়ক?
উত্তর: গ্রীষ্ম।
১২) বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? 
উত্তর: পিঁপড়ে। 
১৩) পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট কোন নদী? 
উত্তর: বিদ্যাধরী। 
১৪) ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? 
উত্তর: সালফার, নাইট্রোজেন, কার্বন। 
১৫) হিমোগ্লোবিনের কাজ কি? 
উত্তর: অক্সিজেন পরিবহন করা। 
১৬) ভিটামিন এ ঘাটতির ফলে কোন রোগ হয়? 
উত্তর: রাতকানা। 
১৭) মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত? 
উত্তর: ২০৬। 
১৮) আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন? 
উত্তর: ডিনামাইট। 
১৯) সিএনজির অর্থ কি? 
উত্তর: কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। 
২০) কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত?
উত্তর: আইনস্টাইন। 
২১) বিগ ব্যাং থিওরি কি বিবৃত করে? 
উত্তর: ব্রহ্মাণ্ডের সৃষ্টি। 
২২) ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? 
উত্তর: সিসমোগ্রাফ। 
২৩) আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? 
উত্তর: ডেন্টিস্ট। 
২৪) টোফু কিসের থেকে তৈরি হয়? 
উত্তর: সয়াবিন দুধের দই। 
২৫) কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?
উত্তর: মটরশুটি। 
২৬) তাপ পরিমাপের একক কি? 
উত্তর: জুল। 
২৭) টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? 
উত্তর: জে এল বেয়ার্ড।
২৮) কিসের বেগ মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? 
উত্তর: জাহাজ ও বিমান।
২৯) খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? 
উত্তর: বেনজোয়িক অ্যাসিড।
৩০) রান্নার গ্যাসের মুখ্য উপাদান গুলি কি কি? 
উত্তর: তরল বিউটেন ও আইসোবিউটেন। 
৩১) সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? 
উত্তর: উত্তল লেন্স। 
৩২) ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? 
উত্তর: অ্যালুমিনিয়াম। 
৩৩) আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 
উত্তর: ১ লাখ ৮৬ হাজার মাইল। 
৩৪) গ্রীন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়? 
উত্তর: কার্বন ডাই অক্সাইড ও মিথেন। 
৩৫) কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? 
উত্তর: জন ডালটন। 
৩৬) পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? 
উত্তর: হাইড্রোজেন সালফাইড। 
৩৭) বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? 
উত্তর: ইংল্যান্ড। 
৩৮) কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৈরি? 
উত্তর: সিলিকন। 
৩৯) আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? 
উত্তর: হাইগ্রোমিটার। 
৪০) চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? 
উত্তর: কর্নিয়া।
৪১) AIDS/HIV কি ধরনের ভাইরাস? 
উত্তর: RNA ভাইরাস। 
৪২) কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? 
উত্তর: গরান। 
৪৩) উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়?
উত্তর: অ্যাক্রোফোবিয়া।
৪৪) টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? 
উত্তর: মাইক্রো তরঙ্গ। 
৪৫) গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? 
উত্তর: অধিবৃত্তাকার অবতল দর্পণ। 
৪৬) রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? 
উত্তর: ভেক্টর। 
৪৭) বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 
উত্তর: আর্গন।
৪৮) কোন ভিটামিন সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়? 
উত্তর: ভিটামিন সি। 
৪৯) বিশ্বের বৃহত্তম ফুল কি?
উত্তর: র‍্যাফলেসিয়া। 
৫০) সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? 
উত্তর: সোনা।


Post a Comment

أحدث أقدم