ইতিহাসের প্রশ্নোত্তর 

ইতিহাসের প্রশ্নোত্তর
১) ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিক।
২) মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল?
উত্তর: ডিসেম্বর 1946।
৩) কে কলকাতায় ভারত সভা স্থাপন করেছিলেন?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
৪) ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত কে ছিলেন?
উত্তর: মাদাম কামা।
৫) নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: অ্যানি বেসান্ত।
৬) কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৮৭৭ খ্রিস্টাব্দে।
৭) শিবাজীর রাজ্যভিষেক কবে হয়েছিল?
উত্তর: ১৬৭৪ খ্রিস্টাব্দে।
৮) আলীগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়েছিল?
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
৯) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে।
১০) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ডেভিড হেয়ার।
১১) শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
উত্তর: লর্ড মেয়ো।
১২) দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন?
উত্তর: আলাউদ্দিন খিলজি।
১৩) নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১৪) সনাতন পন্থী সংস্কারক কাকে বলা হয়?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
১৫) চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন?
উত্তর: ১২২১ খ্রিস্টাব্দে।
১৬) অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: শিশির কুমার ও মতিলাল কুমার ঘোষ।
১৭) আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসি বলা হতো?
উত্তর: সামরিক কর্মচারী।
১৮) বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।
১৯) ফতেপুর সিক্রিতে ইবাদখানা কি ছিল?
উত্তর: সভাগৃহ।
২০) কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৮০৯ খ্রিস্টাব্দে।
২১) নাদির শাহ ভারত কবে আক্রমণ করেছিলেন?
উত্তর: ১৭৩৯ খ্রিস্টাব্দে।
২২) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো?
উত্তর: ইরান ও আফগানিস্তান।
২৩) নব্য বঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন?
উত্তর: ডিরোজিও।
২৪) ভারতের অর্ধনগ্ন ফকির - ব্রিটিশ প্রধানমন্ত্রী কাজ সম্বন্ধে বলেছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
২৫) কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
২৬) কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন?
উত্তর: বাবর।
২৭) মেগাস্থিনিস কে ছিলেন?
উত্তর: গ্রীস পর্যটক।
২৮) গান্ধীজীর কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়?
উত্তর: অসহযোগ।
২৯) আদিগ্রন্থ কি?
উত্তর: শিখ ধর্মের পবিত্র গ্রন্থ।
৩০) সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ।
৩১) ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্য ভট্ট ও বরাহ মিহির?
উত্তর: গুপ্ত যুগ।
৩২) শের-ই-পাঞ্জাব কাকে বলা হয়?
উত্তর: রঞ্জিত সিং।
৩৩) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?
উত্তর: শ্রীরঙ্গপত্তন।
৩৪) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: দাদাভাই নৌরোজী।
৩৫) কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ করেন?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে।
৩৬) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
৩৭) রাজতরঙ্গিনী কার লেখা?
উত্তর: কলহন।
৩৮) ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি কবে ঘটেছিল?
উত্তর: ১৭৬৫ খ্রিস্টাব্দে।
৩৯) বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: যতীন্দ্রনাথ মুখার্জি।
৪০) সুলতানি আমলে ইকতা বলতে কি বুঝাত?
উত্তর: ভূমি ও রাজস্ব ব্যবস্থা।
৪১) সাইমন কমিশন নিয়োগ কেন করা হয়েছিল?
উত্তর: ভারতীয় সাংবিধানিক সংস্কারের জন্য।
৪২) দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন?
উত্তর: কুতুবউদ্দিন আই‌বক।
৪৩) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন?
উত্তর: হরিসেন।
৪৪) বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর: গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
৪৫) বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন?
উত্তর: সারনাথ।
৪৬) লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন?
উত্তর: বখতিয়ার খিলজী।
৪৭) আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন?
উত্তর: ১৯ মাস।
৪৮) দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন?
উত্তর: বলবন।
৪৯) তাহোকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন?
উত্তর: আলবেরুনি।
৫০) ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর: ভগৎ সিং।


Post a Comment

নবীনতর পূর্বতন