ইতিহাসের প্রশ্নোত্তর
১) কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল?
উত্তর: ১৩ই এপ্রিল ১৯১৯।
২) লক্ষনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ।
৩) ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন মোহন সিং।
৪) বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
৫) গান্ধীজীর বিখ্যাত উক্তি 'ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক' কার আগমন উপলক্ষে করা হয়?
উত্তর: ক্রিপস মিশন।
৬) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাসবিহারী বসু।
৭) সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন?
উত্তর: মেটকাফ।
৮) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: অ্যানি বেসান্ত।
৯) নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর: ডিরোজিও।
১০) কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১১) কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
১২) মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারের যোগদান করেন কবে?
উত্তর: অক্টোবর ১৯৪৬।
১৩) সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য?
উত্তর: ভারতীয় সংবিধানের সংস্কার।
১৪) বঙ্গ বিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।
১৫) কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়?
উত্তর: ১৯১১।
১৬) সিন্ধু সভ্যতা প্রাচীন বন্দর কোনটি ছিল?
উত্তর: লোথাল।
১৭) একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধগ্রন্থের নাম লেখ।
উত্তর: দীপবংশ।
১৮) ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন?
উত্তর: পট্টাভি সীতারামাইয়া।
১৯) দাসবংশীয় কোন সুলতান দাস ছিলেন না?
উত্তর: রাজিয়া।
২০) কার রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থার প্রচলন হয়?
উত্তর: আকবর।
২১) কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল?
উত্তর: ১৯৪০ সালে।
২২) সতীপ্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক।
২৩) বাংলা এবং বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি কবে হয়েছিল?
উত্তর: ১৭৯৩ সালে।
২৪) কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
২৫) কে হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক ছিলেন?
উত্তর: হরিশচন্দ্র মুখার্জি।
২৬) স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল?
উত্তর: ১১ ই আগস্ট ১৯০৮।
২৭) কে সর্বদয় এবং ভুদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন?
উত্তর: ভিনোবা ভাবে।
২৮) লর্ড মাউন্টবেটন এর পরে প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালাচারী।
২৯) স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু।
৩০) উর্দু সাপ্তাহিক পত্রিকা 'আল হিলাল' কে শুরু করেছিলেন?
উত্তর: আবুল কালাম আজাদ।
৩১) ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল?
উত্তর: ১৯৪২ সালে।
৩২) শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।
৩৩) দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৫৫৬ সালে।
৩৪) দিল্লি সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সাম্রাজ্ঞী কে ছিলেন?
উত্তর: সুলতানা রাজিয়া।
৩৫) হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন?
উত্তর: হিউয়েন সাং।
৩৬) ঋকবেদে কতগুলি শ্লোক আছে?
উত্তর: ১০২৮টি।
৩৭) জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তর: ঋষভদেব।
৩৮) তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর: পাটলিপুত্র।
৩৯) শিবাজীর জন্ম গ্রহণ করেছিলেন কোথায়?
উত্তর: শিবনেরিতে।
৪০) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১১৯১ সালে।
৪১) দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন?
উত্তর: মোহাম্মদ বিন তুঘলক।
৪২) একাধিক রাজ্যের রাজধানীর একটি নাম বল?
উত্তর: চন্ডিগড়।
৪৩) সশস্ত্র বাহিনীর মেডিকেল কলেজ কোথায় অবস্থিত?
উত্তর: পুনেতে।
৪৪) ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি কে লেখেন?
উত্তর: আবুল কালাম আজাদ।
৪৫) নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান কোন বিখ্যাত বাঙালি পণ্ডিত ছিলেন?
উত্তর: শীলভদ্র।
৪৬) ফরোওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন?
উত্তর: সুভাষ চন্দ্র বোস।
৪৭) ব্রিটিশ শাসনের প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল?
উত্তর: ১৯০৫ সালে।
৪৮) আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
৪৯) ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলায় কোথায় ছিল?
উত্তর: ফোর্ট উইলিয়াম।
৫০) সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর: মহেঞ্জোদারো।
একটি মন্তব্য পোস্ট করুন