ইতিহাসের প্রশ্নোত্তর
১) ব্রাহ্মসমাজের একজন সক্রিয় নেতার নাম বলো?
উত্তর: কেশব চন্দ্র সেন।
২) অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ কি ছিল?
উত্তর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড।
৩) শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?
উত্তর: গৌড় রাজবংশ।
৪) ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
৫) ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলস্রুতি কি ছিল?
উত্তর: সিমলা কনফারেন্স আহ্বান করা।
৬) ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র ব্যানার্জি।
৭) কোন কংগ্রেস সভাপতি ১৯৪২ সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন?
উত্তর: আবুল কালাম আজাদ।
৮) আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?
উত্তর: ঝিলাম নদী।
৯) কার পতনের পরে সুভাষ চন্দ্রের নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিল?
উত্তর: জাপান।
১০) কে প্রথম গোল টেবিল বৈঠকে যোগদান করেন?
উত্তর: তেজ বাহাদুর সাপ্রু।
১১) প্রাচীনতম বেদ কি?
উত্তর: ঋকবেদ।
১২) কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন?
উত্তর: কংগ্রেসের কোন প্রতিনিধি ছিল না।
১৩) একজন কংগ্রেস সোসালিস্ট পার্টির সদস্যের নাম বলো?
উত্তর: আচার্য নরেন্দ্র দেব।
১৪) স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তর: জে বি কৃপালনী।
১৫) কে খুদাই খিদমতগার সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তর: খান আব্দুল গফ্ফার খান।
১৬) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন?
উত্তর : এন এম যোশি।
১৭) কে উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় কাগজ, একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যায়ামাগার স্থাপন করেছিলেন?
উত্তর: নবগোপাল মিত্র।
১৮) মহাকুম্ব ২০১৩ সালে কতদিন ধরে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ৫৫ দিন।
১৯) ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার দ্বারা?
উত্তর: বিরসা মুন্ডা।
২০) কোন বছরে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে?
উত্তর: ১৯৩৭ খ্রিস্টাব্দে।
২১) কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?
উত্তর : অজাতশত্রু।
২২) সিন্ধু সভ্যতার একটি বড় বন্দরের নাম বলো?
উত্তর: লোথাল।
২৩) ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কেশব চন্দ্র সেন।
২৪) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?
উত্তর: বিন্দুসার।
২৫) দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
উত্তর : ধর্মবিজয়।
২৬) ফিয়সফিকাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল?
উত্তর: আদায়ার।
২৭) আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্র শিল্পী কে?
উত্তর : মনসুর।
২৮) পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়?
উত্তর: ১৭৮৪ সালে।
২৯) কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়?
উত্তর: তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
৩০) কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন?
উত্তর: ১৯৪৬ সালে।
৩১) বঙ্গ বিভাগ কার্যকরী হবে তারিখ কি ছিল?
উত্তর: ১৬ই অক্টোবর ১৯০৫।
৩২) বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে ১৯০২ খ্রিস্টাব্দে।
৩৩) ১৮৫৭ অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোন প্রভাব পড়েনি?
উত্তর: পাঞ্জাব।
৩৪) কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আমেরিকা, ১৯১৩ সালে।
৩৫) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়?
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৩৬) কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?
উত্তর: লর্ড লিটন।
৩৭) কংগ্রেস ১৯০৭ সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে?
উত্তর: বয়কট।
৩৮) হোমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম বলো?
উত্তর: বালগঙ্গাধর তিলক।
৩৯) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।
৪০) ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
৪১) তিতুমীর কোন আন্দোলনের নেতা ছিলেন?
উত্তর: ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন।
৪২) ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?
উত্তর: লড ডালহৌসি।
৪৩) ১৮৫৭ মহাবিদ্রোহের অব্যব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে?
উত্তর: নীল বিদ্রোহ।
৪৪) যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋনদান করেন তবে তাকে কি বলে?
উত্তর: আধা সামন্ততন্ত্র।
৪৫) কবে ডান্ডি অভিযান হয়েছিল?
উত্তর: ১২ই মার্চ ১৯৩০ সাল।
৪৬) প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
৪৭) তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৪৮) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
৪৯) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল?
উত্তর: ১লা সেপ্টেম্বর ১৯৪২ সাল।
৫০) ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেল কে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি?
উত্তর: লর্ড মেয়ো।
একটি মন্তব্য পোস্ট করুন