ইতিহাসের প্রশ্নোত্তর 

১) কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন? 
উত্তর: পুরু।
২) তাঁর শিলালিপিতে ওসব নিজেকে অভিহিত করেন কি বলে?
উত্তর: দেবনামপ্রিয় প্রিয়দর্শন।
৩) গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?
উত্তর : ১৭ ।
৪) কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? 
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৫) বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? 
উত্তর: বল্লাল সেন।
৬) কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? 
উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে।
৭) কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন?
উত্তর : ৭১২ খ্রিস্টাব্দে।
৮) কোন বছর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হয়? 
উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে।
৯) দাস বংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর: কুতুবউদ্দিন আইবক।
১০) কে নীল দর্পণ অনুবাদ করেছিলেন? 
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
১১) সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? 
উত্তর: ড: রাজেন্দ্র প্রসাদ।
১২) ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল? 
উত্তর: খন্দেশ।
১৩) জালাল উদ্দিন মঙ্গবারণী কে ছিলেন? 
উত্তর: খোয়ারজিম বা খিবার শাসক।
১৪) বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? 
উত্তর: তিতুমীর।
১৫) কোন জায়গাকে সাঁওতালরা 'দামিন-ই-কোহ' বলতো? 
উত্তর: রাজমহল পাহাড়।
১৬) ভারত আক্রমণে কে বাবর কে আমন্ত্রণ করেছিলেন?
উত্তর : দৌলত খাঁ লোদি।
১৭) কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? 
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
১৮) কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে।
১৯) দাম কি? 
উত্তর: শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা।
২০) কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? 
উত্তর: ১৮১৩ এর চার্টার আইন।
২১) কে দিন-ই-ইলাহীর সদস্য হন? 
উত্তর: রাজা বীরবল।
২২) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? 
উত্তর: আত্মারাম পান্ডুরাঙ।
২৩) কে বলেছিলেন 'সব লাল হো জায়গা'?
উত্তর: রঞ্জিত সিং।
২৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? 
উত্তর: বোম্বে।
২৫) কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন?
উত্তর : শাহজাহান।
২৬) কাকে গদর পার্টি মারতে চেয়েছিল? 
উত্তর: হার্ডিঞ্জ।
২৭) সিরাজদ্দৌলা কবে সিংহাসনে বসেন? 
উত্তর: ১৭৫৬ খ্রিস্টাব্দে।
২৮) কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দে।
২৯) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? 
উত্তর: লর্ড ডালহৌসি।
৩০) বাহমনী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: আলাউদ্দিন হাসান বাহমান শাহ।
৩১) মহারাষ্ট্র থেকে প্রকাশিত হত একটি সংবাদপত্রের নাম?
উত্তর : ক্রান্তি।
৩২) কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল? 
উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে।
৩৩) লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন? 
উত্তর: লর্ড উইলিংডন।
৩৪) 'কাউন্সিল অফ বারভাইস' কে সংঘটিত করেন?
উত্তর : নানা ফড়নবিস।
৩৫) ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? 
উত্তর: গোয়া।
৩৬) দাদাভাই নওরোজি কর্তৃক প্রনোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে? 
উত্তর: মহাদেব গোবিন্দ রানাডে।
৩৭) সুফিবাদ ভারতে কবে প্রবেশ করে? 
উত্তর: দ্বাদশ শতকে।
৩৮) কী ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনাকার্টা রূপে পরিচিত?
উত্তর: এডুকেশনাল ডেসপ্যাচ, ১৮৫৪।
৩৯) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: ক্যানিং।
৪০) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: উইলিয়াম জোন্স।
৪১) 'এইটটিন ফিফটি সেভেন' বইটির রচয়িতা কে? 
উত্তর: এস এন সেন।
৪২) ইন্ডিকা এর প্রণেতা কে? 
উত্তর: মেগাস্থিনিস।
৪৩) কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন? 
উত্তর: ইঙ্গ ভারতীয় সম্প্রদায়।
৪৪) প্রথম ভারতীয় সংবাদ সংস্থার নাম কি? 
উত্তর: অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া।
৪৫) জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? 
উত্তর: লাহোর।
৪৬) দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 
উত্তর: কুতুবউদ্দিন আইবক।
৪৭) লিবারেলদের মুখপাত্র কি ছিল? 
উত্তর: লিডার।
৪৮) তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? 
উত্তর: গান্ধার শিল্প।
৪৯) নেহরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেন? 
উত্তর: তেজ বাহাদুর সাপ্রু।
৫০) যে মারাঠা নেতা মারাঠাদিগের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তার নাম কি?
উত্তর: শিবাজী।

Post a Comment

নবীনতর পূর্বতন