ইতিহাসের প্রশ্নোত্তর 

১) কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? 
উত্তর: বিন্দুসার। 
২) কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? 
উত্তর: ইলতুৎমিস। 
৩) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? 
উত্তর: সারনাথ।
৪) দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? 
উত্তর: ফিরোজ শাহ তুঘলক। 
৫) কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? 
উত্তর: দাদাভাই নওরোজি। 
৬) বাংলায় নীল বিদ্রোহ কবে ঘটেছিল? 
উত্তর: ১৮৫৯। 
৭) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 
উত্তর: লালা লাজপত রায়।
৮) মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? 
উত্তর: মুর্শিদাবাদ। 
৯) দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? 
উত্তর: আকবর। 
১০) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? 
উত্তর: জাহাঙ্গীর। 
১১) লৌহ মানব কাকে বলা হয়? 
উত্তর: সরদার বল্লভ ভাই প্যাটেল। 
১২) ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? 
উত্তর: মোহাম্মদ বিন তুঘলক। 
১৩) মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল? 
উত্তর: ১৮৯৯ থেকে ১৯৯০। 
১৪) সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লেখ? 
উত্তর: সোপারা।
১৫) গান্ধীজীর ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? 
উত্তর: বিহারের চম্পারণে।
১৬) চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
১৭) কোন অঞ্চল দখলের জন্য বাহমনী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শয় সংঘর্ষে লিপ্ত হয়েছিল? 
উত্তর: রায়চুর দোয়াব।
১৮) ১৮৫৭ এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? 
উত্তর: বাহাদুর সাহ জাফর।
১৯) গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? 
উত্তর: পাল বংশের।
২০) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? 
উত্তর: বদরুদ্দিন তৈয়বজী।
২১) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? 
উত্তর: লর্ড ওয়েলেসলি।
২২) বাবর নামা'র লেখক কে ছিলেন? 
উত্তর: জহিরুদ্দিন মুহাম্মদ বাবর।
২৩) কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? 
উত্তর: রাজা রামমোহন রায় কে।
২৪) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 
উত্তর: জে বি কৃপালিনী।
২৫) প্রধান বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? 
উত্তর: পালি ভাষায় রচিত।
২৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয়েছিল?
উত্তর: ১৩ এপ্রিল ১৯১৯।
২৭) ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতির নাম কি? 
উত্তর: বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সমিতি।
২৮) কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? 
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
২৯) কে বলেছিলেন কংগ্রেস যদি দেশবিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? 
উত্তর: গান্ধীজী।
৩০) নাসিক প্রসস্তি কে প্রচার করেছিলেন? 
উত্তর: গৌতমী বালাশ্রী।
৩১) ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণা দাতা কে ছিলেন? 
উত্তর: ডিরোজিও।
৩২) সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন?
উত্তর : একজনও ভারতীয় সদস্য ছিল না।
৩৩) বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল? 
উত্তর: ১৯৪৬ সালে।
৩৪) কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন? 
উত্তর: ১৭৯৩ সালে।
৩৫) দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? 
উত্তর: ত্রিপুরীতে।
৩৬) ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন?
উত্তর : ১৮৫৬।
৩৭) সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 
উত্তর: ১৮৫৫।
৩৮) পভার্টি এন্ড আনব্রিটিস রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? 
উত্তর: দাদাভাই নওরোজি।
৩৯) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
৪০) আলীগড় আন্দোলন কে শুরু করেছিলেন? 
উত্তর: সৈয়দ আহমদ খান।
৪১) মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল? 
উত্তর: ১৯২৯ সালে।
৪২) ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল। 
৪৩) কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন? 
উত্তর: ১৯৪০।
৪৪) ভারতের সংবিধান চালু কবে হয়? 
উত্তর: ২৬ শে জানুয়ারি ১৯৫০।
৪৫) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: ক্লিমেন্ট অ্যাটলি
৪৬) ভারতে রাজকীয় নৌ বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর: ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি।
৪৭) হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
উত্তর: গিরিশচন্দ্র ঘোষ।
৪৮) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর: চক্রবর্তী রাজা গোপালাচারী।
৪৯) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিল? 
উত্তর: এ ও হিউম।
৫০) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? 
উত্তর: উমেশ চন্দ্র ব্যানার্জি।

Post a Comment

নবীনতর পূর্বতন