সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর

১) ব্যাকটেরিওফাজ কি? 
উত্তর: একটি ভাইরাস। 
২) বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন কে করেন? 
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল। 
৩) লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 
উত্তর: ১২০ দিন। 
৪) গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত পারসেন্ট? 
উত্তর: ১%। 
৫) বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কি হয়? 
উত্তর: বাড়বে। 
৬) লাল + নীল + সবুজ = কি ?
উত্তর: সাদা। 
৭) ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? 
উত্তর: রিকেট। 
৮) ১০০ এমএল বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 
উত্তর: ২০ এমএল। 
৯) ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া কি? 
উত্তর: জারণ। 
১০) প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটির অর্থ কি? 
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।
১১) ভিনিগারের রাসায়নিক নাম কি? 
উত্তর: লঘু অ্যাসেটিক অ্যাসিড। 
১২) কোন বস্তু উত্তাপ এর ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? 
উত্তর: জিপসাম। 
১৩) মাছের কোন অঙ্গ র‍্যাডার রূপে কাজ করে? 
উত্তর: লেজের পাখনা। 
১৪) দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? 
উত্তর: এনামেল। 
১৫) অ্যাসিড বৃষ্টির pH কত?
উত্তর: ৫.৫-৬.৯.
১৬) অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে? 
উত্তর: চার্লস ডারউইন। 
১৭) একজন স্বাভাবিক পরিণত মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? 
উত্তর: 200 gms।
১৮) কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস মিলিটাস রোগটি হয়? 
উত্তর: ইনসুলিন। 
১৯) সিসমিক ফোকাসের ঠিক নিচে কোন অঞ্চলটি অবস্থিত?
উত্তর: এপিসেন্টার। 
২০) কোন অ্যালকালয়েড প্রয়োগ করে চোখের তারারন্ধ্রের প্রসারন ঘটিয়ে চোখের পরীক্ষা করা হয়? 
উত্তর: অ্যাট্রোপিন। 
২১) একজন পরিণত মানুষের হাড়ের সংখ্যা কত? 
উত্তর: ২০৬ টি। 
২২) জলের কাঠিন্যতা দূরীকরণ করার পদ্ধতিকে কি বলে? 
উত্তর: মৃদুকরন।
২৩) প্রডিউসার গ্যাসে কোন উপাদান থাকার জন্য অত্যধিক ক্ষতিকারক? 
উত্তর: কার্বন মনোক্সাইড। 
২৪) কোন রাসায়নিক পদার্থটিকে ব্যবহার করে খর্ব গাছকে লম্বা করা যায়?
উত্তর: জিব্বেরেলিন।
২৫) রিক্যাপিচুলেশন তত্ত্বটি কার? 
উত্তর: আর্নস্ট হেকেল। 
২৬) লাইকেন যদি পাথরের ওপর জন্মায় তখন তাকে কি বলে? 
উত্তর: স্যাক্সিকোলাস।
২৭) সূর্যের তাপ ও আলো উৎপন্ন হয় কোন বিক্রিয়ার জন্য? 
উত্তর: নিউক্লিয়ার বিক্রিয়া। 
২৮) সোডিয়াম ক্লোরাইড বা টেবল সল্ট প্রকৃতিতে কোন প্রকার লবণ রূপে অবস্থান করে? 
উত্তর: হ্যালাইট। 
২৯) বেকিং সোডার রাসায়নিক নাম কি? 
উত্তর: সোডিয়াম বাইকার্বনেট। 
৩০) সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকেরা কোন রোগে আক্রান্ত হয়? 
উত্তর: সাইটোসিলিকোসিস। 
৩১) তাজমহল মার্বেল ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ কি? 
উত্তর: অ্যাসিড বৃষ্টির দরুন মার্বেল ক্ষত। 
৩২) কোন বিখ্যাত বিজ্ঞানী প্রথম টেলিস্কোপে রাতের আকাশ পর্যবেক্ষণ করেন? 
উত্তর: গ্যালিলিও। 
৩৩) আর্টিমেডস কোন যন্ত্রটি আবিষ্কার করেন? 
উত্তর: পুল্লে।
৩৪) শিলাচূর্ণের মধ্যে কোন খনিজ পদার্থটি সবচেয়ে বেশি থাকে? 
উত্তর: Al 
৩৫) এলপিজি কথার অর্থ কি? 
উত্তর: liquid petroleum. 
৩৬) অ্যাসিড বৃষ্টিতে অবস্থিত কোন দূষক পদার্থটি বৃষ্টির জল এবং বরফকে দূষিত করছে? 
উত্তর: মিথেন ও সালফার ডাই অক্সাইড। 
৩৭) ক্যালসিয়াম কার্বাইড কোন উপাদান প্রস্তুত করার জন্য ইহাকে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয়? 
উত্তর: অ্যাসিটিলিন। 
৩৮) হিমাটোপোয়েসিস কোথায় সংঘটিত হয়? 
উত্তর: অস্থিমজ্জায়। 
৩৯) নাইট্রিক এসিড কিসের সাথে বিক্রিয়া করে না? 
উত্তর: সোনা। 
৪০) রাইবোজাইম কি?
উত্তর: RNA. 
৪১) নন স্টিকিং প্যান কোন উপাদান দ্বারা কোটিং করা থাকে? 
উত্তর: টেফলন। 
৪২) ডিনামাইট প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? 
উত্তর: গ্লাইসেরল ট্রাই নাইট্রেট। 
৪৩) মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে মানুষের মৃত্যু ঘটবে? 
উত্তর: 5.0%.
৪৪) কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? 
উত্তর: জিঙ্ক।
৪৫) কোন transition metal টির একাধিক জারণ সংখ্যা নেই? 
উত্তর: Sc.
৪৬) বৃদ্ধা বয়সে দৃষ্টির ত্রুটিকে কি বলা হয়? 
উত্তর: রেসবায়োপিয়া। 
৪৭) লিগিউল কোথায় দেখা যায়? 
উত্তর: সেলাজিনেলা। 
৪৮) ছদ্ম কন্দ কোন উদ্ভিদ গোত্রে পাওয়া যায়? 
উত্তর: অর্কিডেসী।
৪৯) এন্ডোস্টাইল কি? 
উত্তর: অ্যামফিওক্সাসের গ্রাসনালীর অন্তঃগাত্রের লম্বালম্বি সিলিয়ারী খাঁজ। 
৫০) কোন জিনের ক্ষেত্রে ক্রিস-ক্রস সঞ্চরণ প্রকৃতি দেখা যায়? 
উত্তর: প্রচ্ছন্ন সেক্স-লিংকড জিন।

Post a Comment

নবীনতর পূর্বতন