সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর

১) সিনকোনায় কোন উপক্ষার টি পাওয়া যায়? 
উত্তর: রেসারপিন। 
২) তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন? 
উত্তর: চৌম্বক শক্তি যত খুশি বাড়ানো যায়।
৩) Shorea Robusta কার লাতিন নাম? 
উত্তর: শিশু। 
৪) রেগুর কি? 
উত্তর: ল্যাটেরাইট মৃত্তিকা। 
৫) টাইটারিক এসিডে ও অপ্রতিসম কার্বনের সংখ্যা কটি? 
উত্তর: তিনটি। 
৬) বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিতে শুষে নেয়?
উত্তর: ওজোন।
৭) প্রকৃতিজাত রাবার কোন যৌগের পরিমার?
উত্তর: ইথিলিন। 
৮) অ্যাথলিটিস ফুট রোগ হবার কারণ কি? 
উত্তর: ফাঙ্গাস।
৯) বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি কেন? 
উত্তর: জল বেশি ঘন। 
১০) লাল আলোতে একটি লেন্সের ফোকাস দূরত্ব ২৫ সেমি হলে নীল আলোতে ফোকাস দূরত্ব কত হবে? 
উত্তর: ২৪.৫ সেমি। 
১১) একটি চার প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড আছে এমন সরীসৃপের নাম লেখ? 
উত্তর: কুমির। 
১২) আপেলে কোন এসিড পাওয়া যায়? 
উত্তর: ম্যালিক। 
১৩) MRI পুরো কথাটি কি? 
উত্তর: ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং। 
১৪) SCM এর পূর্ণ নাম কী?
উত্তর: স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। 
১৫) কোন রোবটকে 'হিট অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট' বলে? 
উত্তর: রোবোডক। 
১৬) মানব দেহের কোন টিস্যুটি শরীরের 79 তম অঙ্গ? 
উত্তর: মেসেনট্রি।
১৭) হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে থ্রিডি ইমেজ প্রস্তুত করতে পারে?
উত্তর: টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ।
১৮) মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশী আছে? 
উত্তর: ৬৩০ টি। 
১৯) শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? 
উত্তর: স্টেপেডিয়াস পেশি। 
২০) ইলেক্ট্রোকার্ডিওগ্রাম গ্রাম পরীক্ষাটির কাজ কি? 
উত্তর: এটা হৃদয় স্পন্দনকে মাপে। 
২১) জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? 
উত্তর: মশা। 
২২) কোন সালে প্রথম মানুষের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়? 
উত্তর: ১৯৬৭ সালে।
২৩) এইডস এর পুরো নাম কি? 
উত্তর: একোয়রড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। 
২৪) কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্নদৃষ্টিকে সংশোধন করার জন্য? 
উত্তর: সিলিনড্রিক্যাল লেন্স। 
২৫) অ্যাঞ্জিওগ্রাম বলতে কী বোঝায়? 
উত্তর: এটি একটি চিকিৎসা জনিত পরীক্ষা। 
২৬) কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন?
উত্তর: এডুইন ল্যান্ড। 
২৭) লাই-ফাই সিস্টেমটি কি? 
উত্তর: এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট এন্টেনার উপর নির্ভরশীল। 
২৮) সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? 
উত্তর: যার O গ্রুপের রক্ত আছে। 
২৯) ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? 
উত্তর: ব্লাড সুগার। 
৩০) বৈজ্ঞানিক সি.ভি. রমন কি আবিষ্কার করেন? 
উত্তর: রমন এফেক্ট। 
৩১) প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে ভারতের কোথায়? 
উত্তর: বোম্বে ভিটি এবং কুরলার মধ্যে। 
৩২) একটি অলৌহ ঘটিত ধাতুর নাম লেখ? 
উত্তর: অ্যালুমিনিয়াম। 
৩৩) তুলাযন্ত্র কোন নীতির ওপর কাজ করে? 
উত্তর: হুকের সূত্র। 
৩৪) কোন প্রাণীর বৃহত্তম বাচ্চা প্রসব করেন? 
উত্তর: নীল তিমি। 
৩৫) আলোর গতিবেগ কে নির্ণয় করেছিলেন? 
উত্তর: রোমার। 
৩৬) ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানায় কোন গ্যাস ছিদ্রপথে নির্গত হয়েছিল? 
উত্তর: মিথাইল আইসোসায়ানেট।
৩৭) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি? 
উত্তর: টাংস্টেন। 
৩৮) পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপক ব্যবহার করা হয়? 
উত্তর: ফোম টাইপ। 
৩৯) কোন দ্রব্য যা তাপ ছাড়াই দ্রুত বাষ্পে পরিণত হয় তাকে কি বলে? 
উত্তর: উদ্বায়ী।
৪০) এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট?
উত্তর: ৭৪৬ ওয়াট। 
৪১) বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিটিক্যালস ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেছিলেন? 
উত্তর: প্রফুল্ল চন্দ্র রায়। 
৪২) এলপিজি এর মুখ্য উপাদান কি? 
উত্তর: বিউটেন। 
৪৩) মল একপ্রকার কি?
উত্তর: বর্জ্য পদার্থ।
৪৪) প্রতিবর্তক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? 
উত্তর: সুষুম্নাকাণ্ড।
৪৫) পেন্সিলে ব্যবহৃত পদার্থটি কি? 
উত্তর: গ্রাফাইড।
৪৬) পারমানবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয়? 
উত্তর: সিসা। 
৪৭) রাডার এর অর্থ কি? 
উত্তর: বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক। 
৪৮) একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম লেখ? 
উত্তর: একিডনা। 
৪৯) নেকটন কি? 
উত্তর: জলে সন্তরণশীল জীব। 
৫০) অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়? 
উত্তর: ছত্রাক।

Post a Comment

নবীনতর পূর্বতন