ভারতে এখন ১৮টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। সেগুলি হলো:
  1. নীলগিরি (১৯৮৬ সাল): তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক।
  2. নন্দা দেবী (১৯৮৮ সাল): উত্তরাখণ্ড।
  3. মান্নার উপসাগর (১৯৮৯ সাল): তামিলনাড়ু।
  4. নকরেক (১৯৮৮ সাল): মেঘালয়।
  5. সুন্দরবন (১৯৮৯): পশ্চিমবঙ্গ।
  6. মানস (১৯৮৯ সাল): আসাম।
  7. গ্রেট নিকোবর (১৯৮৯ সাল): আন্দামান ও নিকোবর।
  8. সিমলিপাল (১৯৯৪ সাল): উড়িষ্যা।
  9. ডিব্রু শ‌ইখোয়া (১৯৯৭ সাল): আসাম।
  10. দিহাংদিবাং (১৯৯৮ সাল): অরুনাচল প্রদেশ।
  11. পাচমারি (১৯৯৯ সাল): মধ্যপ্রদেশ।
  12. কাঞ্চনজঙ্ঘা (২০০০ সাল): সিকিম।
  13. অগস্তামালাই (২০০১ সাল): কেরালা, তামিলনাড়ু।
  14. আচনাকমার অমরকন্টক (২০০৫ সাল): মধ্যপ্রদেশ।
  15. কচ্ছ উপসাগর (২০০৮ সাল): গুজরাট।
  16. কোল্ড ডেজার্ট (২০০৯ সাল): হিমাচল প্রদেশ।
  17. শেশাচলম হিলস (২০১০ সাল): অন্ধ্রপ্রদেশ।
  18. পান্না (২০১১ সাল): মধ্যপ্রদেশ।

Post a Comment

নবীনতর পূর্বতন