সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর
১) উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য কোন হরমোনটি দায়ী?
উত্তর: অক্সিন।
২) কাঁকড়াবিছের শ্বাস যন্ত্রের নাম কি?
উত্তর: বুকলাঙ।
৩) যে প্রক্রিয়ায় সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াকে কি বলে?
উত্তর: বিকিরণ।
৪) একটি প্রাণীর নাম বল যার বৃহত্তম অন্ত্র আছে?
উত্তর: গরু।
৫) মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়?
উত্তর: হাড়ের সংযোগস্থল।
৬) মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন?
উত্তর: নিউটন।
৭) যে শব্দ কুড়ি হাজার হার্ৎজের বেশি কম্পন সৃষ্টি করে তাকে কি বলে?
উত্তর: সাবসনিক।
৮) কোন মিশ্রণের মধ্যে অবস্থিত স্বাধীন ক্ষুদ্র কণাকে কি বলে?
উত্তর: অ্যাটম।
৯) গোবর গ্যাসের মধ্যে কি থাকে?
উত্তর: মিথেন।
১০) তড়িৎ প্রবাহের একক কি?
উত্তর: নিউটন।
১১) তাপের একক কি?
উত্তর: ক্যালরি।
১২) পেয়ারা কোন ভিটামিনের উৎস?
উত্তর: ভিটামিন সি।
১৩) হাইড্রোজেন ও অক্সিজেনের ভিতর শব্দের প্রচলন বেগের অনুপাত কত?
উত্তর: ১৬:১।
১৪) কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত?
উত্তর: ক্যালসিয়াম।
১৫) হেরিডিটির একক কি?
উত্তর: জীন।
১৬) হেরিডিটির সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর: গ্রেগরী মেলডন।
১৭) মাইওপিয়া ঠিক করতে কি ব্যবহার করা হয়?
উত্তর: কনকেভ লেন্স।
১৮) রক্তে লৌহের অভাবকে কি বলা হয়?
উত্তর: অ্যানিমিয়া।
১৯) টিম্পেনিয়াম কার প্রতিশব্দ?
উত্তর: ইয়ার ড্রাম।
২০) শরীরের কোথায় হাইপোথ্যালামস পাওয়া যায়?
উত্তর: মস্তিষ্ক।
২১) মানুষের সবচেয়ে বড় আর্টারী কি?
উত্তর: এওর্টা।
২২) শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি?
উত্তর: লোহা।
২৩) বিজ্ঞানীরা বোসন কোথায় আবিষ্কার করেন?
উত্তর: সার্ন।
২৪) সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে?
উত্তর: ফিউসন।
২৫) দুধ কে মন্থন করলে ননী দুধ থেকে আলাদা হয়ে যায় কোন কারণে এটি ঘটে?
উত্তর: কেন্দ্রাতিগ বল।
২৬) এক ফ্যাদম = কত?
উত্তর: ছয় ফুট।
২৭) আক্কেল দাঁত সাধারণত কত বছর বয়সে গজায়?
উত্তর: ১৭ থেকে ৩০ বছর বয়সে।
২৮) মানুষের ত্বক সর্বাধিক কত ডিগ্রী তাপমাত্রায় ফোসকা না পড়ে সহ্য করতে পারে?
উত্তর: ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড।
২৯) বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন?
উত্তর: এডিসন।
৩০) কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে?
উত্তর: -৪০°।
৩১) একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হবে?
উত্তর: কমবে।
৩২) টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেন?
উত্তর: স্যামুয়েল এফবি মোর্স।
৩৩) দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা কি?
উত্তর: ফসফরাস।
৩৪) জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে?
উত্তর: Zn এবং Ni.
৩৫) ফুসফুসকে ঘিরে থাকা পর্দা টির নাম কি?
উত্তর: প্লুরা।
৩৬) কড লিভার তেলে কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন এ এবং বি।
৩৭) পায়রোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য করা হয়?
উত্তর: উচ্চ তাপমান।
৩৮) গেলবনীকৃত লোহার উপর কিসের প্রলেপ করা যায়?
উত্তর: জিঙ্ক।
৩৯) জীব পরিস্থিতিক নামাবলীর প্রস্তাব কে করেন?
উত্তর: লিনেয়স।
৪০) বিকাশ মুলক সম্বন্ধের অধ্যায়নকে কি বলা যায়?
উত্তর: জাতিবৃত্ত বিজ্ঞান।
৪১) দেহকোশের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয়?
উত্তর: অ্যাম্ফিনিউক্লিয়াস।
৪২) শ্বাসনালী ফুলকা দেখা যায় কোন প্রাণীতে?
উত্তর: মাছ।
৪৩) কোন পদার্থের পারমাণবিক সংখ্যা ১৫ হলে তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কত হবে?
উত্তর: ৫ টি।
৪৪) মানব হৃদপিন্ডের প্রাকৃতিক পেসমেকারটি কি?
উত্তর: SA নোড।
৪৫) সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত?
উত্তর: ২:১:১।
৪৬) বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন?
উত্তর: উইলিয়াম হার্ভে।
৪৭) তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয় একে কি বলে?
উত্তর: জুল প্রক্রিয়া।
৪৮) ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোকসংশ্লেষ উপস্থিত?
উত্তর: PS-I ও PS-II.
৪৯) জলসমের একক কি?
উত্তর: গ্রাম।
৫০) গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়?
উত্তর: দস্তা।
একটি মন্তব্য পোস্ট করুন