সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর 

১) ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয়?
উত্তর: শস্য। 
২) স্তন্যপায়ী প্রাণীর সারভাইকেল কশেরুকার সংখ্যা কটি? 
উত্তর: সাতটি। 
৩) চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলে? 
উত্তর: ব্রাঙ্কিওস্টেগাইট।
৪) কিসের অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী হয়? 
উত্তর: মধ্যচ্ছদা।
৫) হিগস বোসন কি?
উত্তর: একটি মৌল কণা। 
৬) রাডার কোন কাজে ব্যবহৃত হয়? 
উত্তর: কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থা নির্ণয় করতে। 
৭) আলোকবর্ষ কিসের একক? 
উত্তর: দূরত্ব। 
৮) কোন বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় কি বলা হয়?
উত্তর: তাপগ্রাহিতা। 
৯) বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক থাকে তা কি? 
উত্তর: জেনন। 
১০) ধোলাই করার সোডা চলতি নাম কি? 
উত্তর: সোডিয়াম কার্বনেট। 
১১) H+ এ উপস্থিত ইলেকট্রন এর সংখ্যা কত? 
উত্তর: শূন্য।
১২) লবঙ্গ আহরণ করা হয় গাছের কোন অংশ থেকে? 
উত্তর: ফুলের মুকুল। 
১৩) প্রোটিনের অভাবে রোগের নাম কি? 
উত্তর: কোয়াশিয়রকর।
১৪) ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? 
উত্তর: ডারমাটাইটিস।
১৫) স্লাম ফ্রী ইন্ডিয়া স্কীমে ভারতে প্রথম বস্তিহীন শহর কোথায় শুরু হয়? 
উত্তর: চন্ডীগড়। 
১৬) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি V,J,L অথবা I আকৃতির হয়?
উত্তর: অ্যানাফেজ। 
১৭) প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? 
উত্তর: স্নায়ু কোষ। 
১৮) পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? 
উত্তর: ক্ষুদ্রান্ত্রে।
১৯) হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে কার সূত্র যুক্ত?
উত্তর: পাস্কালের সূত্র।
২০) LED এর অর্থ কি? 
উত্তর: আলো নিঃসরণ কারী ডায়োড। 
২১) কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়? 
উত্তর: -40°।
২২) কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না।? 
উত্তর: HF.
২৩) রাসায়নিকভাবে অ্যাসপিরিন কি? 
উত্তর: অ্যাসিটাইল স্যালিসাইলিক এসিড। 
২৪) পরাগধানী থেকে পরাগ রেনুর একই ফুলের গর্ভ মুন্ডের স্থানান্তরকে কি বলে? 
উত্তর: অটোগ্যামি।
২৫) DNA এর পিরিমিডিন বেসগুলি কি কি? 
উত্তর: থাইমিন ও সাইটোসিন। 
২৬) ২০১৫-তে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় কবে? 
উত্তর: ৪ ফেব্রুয়ারি। 
২৭) প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? 
উত্তর: চার্লস ডারউইন। 
২৮) মেন্ডেলীয় দ্বিশংকর জননের বহিরঙ্গের অনুপাত কত? 
উত্তর: ৯:৩:৩:১।
২৯) স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? 
উত্তর: ১২ জোড়া। 
৩০) লাফিং গ্যাসের নাম কি? 
উত্তর: নাইট্রাস অক্সাইড। 
৩১) ১৯৮৪ ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি নির্গত হয়েছিল?
উত্তর: মিথাইল আইসোসায়ানেট।
৩২) ক্লোরোফিলে কোন ধাতু আছে?
উত্তর: ম্যাগনেসিয়াম। 
৩৩) উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাসটি ব্যবহৃত হয়? 
উত্তর: হাইড্রোজেন। 
৩৪) প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি? 
উত্তর: পলিভি নাইল ক্লোরাইড। 
৩৫) একটি অন্ত পরজীবী ছত্রাকের নাম কি? 
উত্তর: Synchytrium.
৩৬) গাইনোবেসিক স্টাইল কিসে পাওয়া যায়?
উত্তর: Labiatae তে।
৩৭) গ্লোবিউল ও মিকিউল কোথায় পাওয়া যায়?
উত্তর: Chara.
৩৮) স্পিন্ডল তন্তু কি থেকে তৈরি হয়? 
উত্তর: Tubulin.
৩৯) Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় কোন কলা থেকে? 
উত্তর: আবরণী কলা। 
৪০) গ্রাব কিসের লার্ভা? 
উত্তর: বীটল।
৪১) জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ একটি জায়গার নাম বল? 
উত্তর: কচ্ছ।
৪২) কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেকদিন ধরে বাস্তু তন্ত্রের কোন অংশে থাকতে পারেনা? 
উত্তর: নিচ্।
৪৩) বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কিসের দ্বারা? 
উত্তর: অ্যানিমোমিটারের সাহায্যে। 
৪৪) তড়িৎ শক্তির একক কি?
উত্তর: জুল। 
৪৫) চাপের এস.আই. একক কি? 
উত্তর: পাস্কাল। 
৪৬) মানবদেহে কটি হাড় আছে? 
উত্তর: ২০৬ টি। 
৪৭) বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? 
উত্তর: আর্গন।
৪৮) কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? 
উত্তর: অ্যাড্রিনালিন। 
৪৯) হৃদপিণ্ড থেকে নির্গত নালিকে কি বলে?
উত্তর: ধমনী। 
৫০) তেলের কঠিন স্নেহ পদার্থের রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? 
উত্তর: হাইড্রোজেনেশন।

Post a Comment

নবীনতর পূর্বতন