সাধারণ বিজ্ঞানের প্রশ্নোত্তর
১. মানুষের কালাজ্বর বেধে কিসের কামড়ে ছড়ায়?
উত্তর: ফ্লিবোটমাস স্যান্ডফ্লাই।
২. কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলে?
উত্তর: 4° C.
উত্তর: ফুলের বৃন্ত।
৪. পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়?
উত্তর: তাপের সুপরিবাহী।
৫. ভিরিয়ন কি?
উত্তর: ভাইরাসের সংক্রামক কণা।
৬. রাসায়নিকভাবে স্পোরোপোলনিন কি?
উত্তর: কেরোটিনয়েড এবং ফ্যাটি এসিড এর কো পলিমার।
৭. সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কী?
উত্তর: কুলি ফ্লাওয়ার মোজাইক ভাইরাস।
৮. নিউট্রনের আবিষ্কর্তা কে?
উত্তর: জে সেডউইক।
৯. কোন ধাতক তারের মধ্যে দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে?
উত্তর: ইলেকট্রন।
১০. প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে কোন গ্যাসটি সর্বাধিক সক্রিয়?
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড।
১১. সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত?
উত্তর: -1/2.
১২. একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ড প্রতি ঘন্টায় কত পরিমান রক্ত পাম্প করে?
উত্তর: ৩০০ লিটার।
১৩. পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন ১০ কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে?
উত্তর: 0 কেজি।
১৪. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: স্ফিগমোম্যানোমিটার।
১৫. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা কি?
উত্তর: ভিটামিন কে।
১৬. মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম কি?
উত্তর: Plasmodium Falciparum.
১৭. আইনস্টাইন কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: বিশেষ আপেক্ষিকতাবাদ।
১৮. কোন প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে?
উত্তর: শ্বসন।
১৯. গ্রীন হাউজ গ্যাস কোন বিকিরনের তাপ শোষণ করে?
উত্তর: ইনফ্রারেড বিকিরণ।
২০. আলোক রশ্মির প্রাথমিক রং গুলি কি কি?
উত্তর: লাল নীল সবুজ।
২১. দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কার দ্বারা?
উত্তর: বায়ু দ্বারা।
২২. শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয়ে তাকে কি বলে?
উত্তর: মেটাবোলিজম।
২৩. কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?
উত্তর: হংস চঞ্চু।
২৪. ওজনের পরিমাণ মানবদেহের শতকরা কতটা জল?
উত্তর: ৬৬%।
২৫. কোন রোগে আক্রান্ত রোগীকে আয়োডিন দেওয়া হয়?
উত্তর: গলগন্ড।
২৬. ফুলেরিন কি?
উত্তর: কার্বনের একটি বহুরূপ।
২৭. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুনিন পাওয়া যায়?
উত্তর: ছাল।
২৮. চিংড়ির রেচন অঙ্গের নাম কী?
উত্তর: সবুজ গ্রন্থি।
২৯. কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়?
উত্তর: গরু।
৩০. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটির নাম কি?
উত্তর: এক্স লিংকড প্রচ্ছন্ন।
৩১. পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়?
উত্তর: পতঙ্গের স্নায়ু কোষে।
৩২. উচ্চ স্তন্যপায়ী জরায়ু ও জনি নালীর সংযোগস্থলের সরু অংশটি কি নামে পরিচিত?
উত্তর: ডিম্বনালী।
৩৩. ডিএনএ পর্যায়ক্রমে প্রক্রিয়া কে আবিষ্কার করেন?
উত্তর: ই এম সাউদার্ন।
৩৪. কোন ধাতুর আয়ন সালকসংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে?
উত্তর: কোবাল্ট।
৩৫. হেভারসিয়ান তন্ত্র কার অংশবিশেষ?
উত্তর: অস্থি।
৩৬. আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়?
উত্তর: সেলুলোজ।
৩৭. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উতসেচক কি?
উত্তর: পেপসিন।
৩৮. স্নায়ু কোচ সৃষ্টি হয় এমব্রায়নীক কোন স্তর থেকে?
উত্তর: এক্টোডাম।
৩৯. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোয়?
উত্তর: সবুজ আলোয়।
৪০. আবহাওয়া মন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়?
উত্তর: পার অ্যাসিটাইন নাইট্রেট।
৪১. কোন তলটি তাপের উত্তম শোষক?
উত্তর: কালো অমসৃণ তল।
৪২. ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাপ কত?
উত্তর: ৫.২০।
৪৩. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
উত্তর: মাইক্রো তরঙ্গ।
৪৪. প্রোটিন শনাক্তকরণের পরীক্ষার নাম কি?
উত্তর: বিউরেট পরীক্ষা।
৪৫. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা কে?
উত্তর: সি আর ডারউইন।
৪৬. পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশে অবস্থান করে?
উত্তর: লসিকা নালী।
৪৭. এ ডি এইচ এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়?
উত্তর: ডায়াবেটিস ইনসিপিডাস।
৪৮. একই গতি শক্তি সম্পন্ন কণা গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ?
উত্তর: প্রোটন।
৪৯. কোন রাশির একক ডাইন সেকেন্ড?
উত্তর: বল।
৫০. হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে?
উত্তর: Fe++.
একটি মন্তব্য পোস্ট করুন